আমাদের সম্বন্ধে

কোথায়, কখন, আর কীভাবে কাজ করা হবে সেটা বদলে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংক্রিয়তা, এবং ডেটা প্রক্রিয়াকরণে যে সব উন্নতি হয়েছে সেটা ক্রমাগত দায়িত্বগুলিকে কর্মীদের থেকে ডিজিটাল সিস্টেমগুলির দিকে সরিয়ে নিয়ে যাচ্ছে। এই সব ব্যাঘাতগুলি প্রায়ই আগে থেকে অনুমান করা যায় না আর এখনও এখানে নতুন নতুন ঘটনা ঘটে চলেছে।

এইসব চ্যালেঞ্জগুলির মোকাবিলা করতে হলে, কাজ করার এক তুলনামূলক বেশি ন্যায়সঙ্গত জগতের আকাঙ্ক্ষা নিয়ে কল্পনা, নির্মাণ, আর অনুসন্ধান করতে পারে এমন গবেষণা করতে হবে। এর একটা সূচনা বিন্দু হল প্ল্যাটফর্ম সমবায় (কো-অপারেটিভ) মডেল, যেটা সমবায়ের নীতিগুলিকে ডিজিটাল অর্থনীতিতে নিয়ে এসেছে। প্ল্যাটফর্ম সমবায়িকতা (কো-অপারেটিভিজম) সিস্টেমের কারণে হওয়া বৈষম্যের কারণগুলি নিয়ে আলোচনা করা হয় এবং সেখানে আমাদের অর্থনীতি ও গণতন্ত্রকে যেসব সমস্যা ক্ষতিগ্রস্ত করছে সেগুলির জন্য এক স্বল্প সময়ের মধ্যে কার্যকর হওয়ার মতো সমাধান হাজির করা হয়।

সমবায়িক ডিজিটাল অর্থনীতি হল অ্যানথ্রপলজি বা নৃতত্ত্ববিদ্যা, রাজনীতি শাস্ত্র, সমাজবিদ্যা, ইতিহাস, আর অর্থনীতি শাস্ত্র সংক্রান্ত বিষয় যে ক্ষেত্রগুলি নিয়ে খুব অল্পমাত্রায় গবেষণা করা হয়েছে। উদীয়মান এই ক্ষেত্রটি স্পষ্টতই কর্মীদের আর সমবায় সংক্রান্ত গবেষণার সাথে জড়িত। বিজনেস স্কুলগুলিতে, এই বিষয়ক অধ্যয়ন অর্থসংস্থান, এন্টারপ্রেনারশিপ, আর সংগঠন বিষয়ক গবেষণা ধরনের ক্ষেত্রগুলির সাথে সংশ্লিষ্ট। ল (আইন) স্কুলগুলিতে, প্রাসঙ্গিক ক্ষেত্রগুলি হল প্রশাসন ও কর্পোরেট কাঠামো।

গবেষণা ক্ষেত্রে এইসব অসম্পূর্ণতাগুলিকে মেনে নিয়ে, প্রতিষ্ঠানটির উদ্দেশ্য হল ভবিষ্যৎ ও বর্তমান প্ল্যাটফর্ম সমবায় (কো-অপারেটিভ)গুলি জন্য প্রায়োগিক ও তাত্ত্বিক জ্ঞান, শিক্ষা, এবং রণনীতিগত বিশ্লেষণ হাজির করা। আমরা তুলনামূলক ভাবে ন্যায়সঙ্গত কাজ করার মতো ভবিষ্যৎ বিষয়ে নতুন নতুন সমাজ কল্পনা হাজির করতে প্রাসঙ্গিক গবেষণা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, যেগুলি কাল্পনিক সমাধানের প্রস্তাবগুলি দ্বারা অনুপ্রাণিত হয়। শুরুর দিকের গবেষণার প্রশ্নগুলি মনোযোগ দেয় বিকেন্দ্রিত প্রশাসন, কাজের ব্যাপ্তি বাড়ানো, বাজারজাতকরণ, এবং স্টার্ট-আপ (সূচনাকালীন) অর্থ সংস্থান করার উপায় নিয়ে। ICDE এই জ্ঞান বহু বিচিত্র আগ্রহীদের জন্য উদ্ভাবনী বিন্যাস সহকারে নাগাল পাওয়ার মতো করে হাজির করে।


এই গবেষণার মাধ্যমে, প্রতিষ্ঠানটি প্রচুর পরিমাণে জ্ঞান সঞ্চয় করে রাখছে যেটা প্ল্যাটফর্ম মালিকানা ও গণতান্ত্রিক প্রশাসনের ধারণাকে কর্মীদের পাশাপাশি ইন্টারনেট ব্যবহারকারীদের স্বার্থে আরও এগিয়ে নিয়ে যাবে।

কার্যকলাপ 2019/2020:

  • গবেষণা সংক্রান্ত ফেলোশিপ কর্মসূচি
  • জাতীয় সম্মেলনসমূহ
  • দ্য নিউ স্কুলের বিভিন্ন অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহ ও ফেলোশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের সাথে কাজ করুন
  • প্রকাশ্য সেমিনারে প্রকাশনা করা
  • সম্মেলনের সময় করা উপস্থাপনাসমূহ