আমাদের সম্বন্ধে
এটা এমন একটা হাব যেটা প্ল্যাটফর্ম সমবায় (কো-অপারেটিভ)গুলি শুরু করে, বিকশিত করে, এবং তাদেরকে রূপান্তরিত করে।
দ্য প্ল্যাটফর্ম কোঅপারেটিভইজম কনসর্টিয়াম (PCC) হল একটা গবেষণা করা, সমাজ বা কমিউনিটি গঠন, ও সেসব সমবায় (কো-অপারেটিভ)গুলির জন্য প্রচার করার হাব যেটা ডিজিটাল রূপান্তরণ ঘটাচ্ছে।
PCC শতশত প্ল্যাটফর্ম সমবায় (কো-অপারেটিভ) ব্যবসাগুলির বিকাশ ও রূপান্তরের কাজে সমর্থন জোগায় যাদের সারা বিশ্বজুড়ে হাজার হাজার কর্মী-মালিকানা আছে।
PCC অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহ:
Center for Civic Media MIT, Oxford Internet Institute, United States Federation of Worker Cooperatives (USFWC), Berkman Klein Center for Internet and Society at Harvard University, The U.S. Solidarity Economy Network, Civic Hall, Sustainable Economies Law Center, Dimmons.net, National Cooperative Business Association, IG Metall, Cooperative University College of Kenya, ICA group, FEBE Coop, P2P Foundation, SMart, Ver.di, Institute for the Study of Employee Ownership and Profit Sharing at the School of Management and Labor Relations at Rutgers University, The National Domestic Workers Alliance (NDWA), Alexander von Humboldt Institute for Internet Society, Commons Transition Coalition, Business Council of Co-operatives and Mutuals (Australia)
PCC-র ভাতৃপ্রতিম সংগঠন ও কার্যকারী গোষ্ঠীসমূহ:
Japan, Hong Kong, Sweden, Australia, Germany, and Italy
Donate
Every dollar you donate will go towards helping us run the Platform Cooperativism Consortium